বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

সিংগাইরে ইউনিয়ন ছাত্রদল সভাপতি বহিষ্কার

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানিকগঞ্জ জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রউফুল মুন্সিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

১৫ আগস্ট (বৃহস্পতিবার) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন শান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদল সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। রউফুল মুন্সি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রদলের কোনো নেতাকর্মীর সাথে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ তার বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় জেলা ছাত্রদল কঠোর অবস্থান নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করে।

বহিষ্কার হওয়া রউফুল মুন্সি সিংগাইর উপজেলা ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের রেজ্জাক মুন্সির ছেলে। তার বিরুদ্ধে জনৈক তরুণীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করলে জেলা ছাত্রদল এই বহিষ্কারাদেশ দেন বলে জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয় ।

 

 

 

সর্বাধিক পঠিত