জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর নতুন সিনেমা নিয়ে দর্শকের কৌতূহলের যেন শেষ নেই। সুড়ঙ্গ দিয়ে সিনেমায় যাত্রার পর থেকেই সে কৌতুহল বেড়েছে আরও। 'সুড়ঙ্গ' ও 'দাগি'র ধারাবাহিক সাফল্যের পর তার প্রতি দর্শকদের আগ্রহ আরও উসকে দিয়েছে শাকিব খানের 'তাণ্ডব'-এ তাঁর এক ঝলক উপস্থিতি। তাই গেল ঈদে নিশোর সিনেমা মুক্তি না পেলেও যেনো আলোচনায় ছিলেন তিনি। তাণ্ডবের এক ঝলকের উপস্থিতি তাকে আলোচনা যেমন দিয়েছে তেমন দিয়েছে সমালোচনাও। তার রেশ কাটতে না কাটতেই মিললো নতুন ছবির খবর। ‘দম’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যে সিনেমাটি পরিচালনা করবেন ‘আইস্ক্রিম’খ্যাত নির্মাতা রেদওয়ান রনি।
অবাক করার মতো তথ্য হলো, এই সিনেমাতেই আবারও দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। কারণ ২০২৩ সালের ডিসেম্বরে যখন ‘দম’এর ঘোষণা দেওয়া হয়েছিল, তখনই জানানো হয়েছিল, এতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এখন নিশো যুক্ত হওয়ায় দর্শকের কৌতূহল বেড়েছে-তবে নির্মাতা নিশ্চিত করেছেন, চঞ্চল চৌধুরী থাকছেন, এবং নিশোও থাকছেন। অর্থাৎ একসঙ্গে দেখা যাবে দেশের দুই শক্তিমান অভিনেতাকে।
তবে এখনো পর্দার নারী চরিত্রে কে অভিনয় করবেন, সেই ঘোষণা আসেনি। এ নিয়ে দর্শকের মনে ঘুরছে নানা প্রশ্ন—কে হবেন সেই মুখ? কবে শুরু হবে শুটিং? কোথায় হবে দৃশ্যধারণ? এসব প্রসঙ্গে নির্মাতা বলেন, শিল্পী নির্বাচন ও লোকেশন দেখার কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই সব ঘোষণা আসবে। আমরা চেষ্টা করছি খুব শিগগিরই শুটিং শুরু করতে।
ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিতব্য ‘দম’ সিনেমার গল্প বাস্তব ঘটনাপ্রবাহের ছায়া অবলম্বনে। নির্মাতা জানান, এটি একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার লড়াইয়ের গল্প। বহুদিন ধরে এমন একটি কনটেন্টের খোঁজ করছিলাম, যেখানে চরিত্রের ভেতর এমন এক শক্তি আছে যা শুধু আমাকে নয়, দর্শককেও নাড়া দেবে।”
অন্যদিকে, সিনেমাটিতে যুক্ত হয়ে দারুণ রোমাঞ্চিত আফরান নিশো। তাঁর ভাষায়, ‘এমন গল্পের সিনেমা দেশে আগে হয়েছে বলে আমার জানা নেই। এটি একটি সার্ভাইভাল ইনস্পিরেশনাল গল্প-অভিনয়ের নানা স্তর রয়েছে, যা আমাকে বিশেষভাবে টানে। এমন গল্পে থাকে আবেগ, উত্তেজনা আর গভীরতা। পারফরমেন্সের জায়গাটাও এখানে ভীষণ চ্যালেঞ্জিং, আর সেই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।’
তিনি আরও যোগ করেন, ু‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র মতোই ‘দম’ও গল্পনির্ভর ও পারফরমেন্স বেইজড সিনেমা। বরং আমি বলব, এটি আরও বড় ক্যানভাসের একটি কাজ। নির্মাতার আন্তরিকতা আর নিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করছে।”
এর আগে প্রকাশিত সিনেমার ফার্স্টলুক পোস্টারে দেখা যায়, চারপাশে পাহাড়, মরুভূমি আর তার মাঝে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে আছে একটি ছেলে। তার চোখ বাঁধা। ধারণা করা হচ্ছে, উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দেওয়া প্রবাসীদের সংগ্রামের গল্পই ফুটে উঠবে দম সিনেমায়।
সে সময় চঞ্চল চৌধুরী বলেন, ‘অনেক দিন ধরেই রনিকে বলছিলাম তুমি একটি সিনেমা বানাও। শেষ পর্যন্ত সে সিনেমা নির্মাণে ফিরেছে। এ সিনেমার গল্পটা যখন রনি আমাকে শোনায়, তখন হতবাক হয়ে গিয়েছিলাম। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের। সেই সঙ্গে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা দম।’
‘দম’ নির্মিত হচ্ছে এসভিএফ আলফাুআই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির যৌথ প্রযোজনায়।
রেদওয়ান রনি এর আগে বানিয়েছেন প্রশংসিত সিনেমা ‘চোরাবালি’ ও ‘আইসক্রিম’। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। টিভি নাটকে তাঁর সফলতা সুপরিচিত-‘হাউসফুল’, ‘এফএনএফ’, ‘পাতা ঝরার দিন’