আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কালারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাব্বি হোসেন (২৪) আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের কালারটেক এলাকার সাহাদত আলী পাটুয়ারীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কালারটেক এলাকায় কিছু মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে সেখানে অভিযান চালিয়ে রাব্বি হোসেনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ওসি জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।