ফুলকি ডেস্ক : সংস্কার কার্যকর ও সংবিধান ঠিক না করে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের মায়ের বুকে ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলনে’ এমন মন্তব্য করেন তারা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করলে, সত্যি কথা বললে আমাদের বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানির মামলা দেয়া হয়। এগুলো আমাদের ভয়ভীতি দেখানোর লক্ষণ।
জাতীয় পার্টি পেছনের দরজা দিয়ে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে এমন অভিযোগ তুলে এনসিপির নেতারা বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড় পাবে না। এসময় বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতি ও ‘ডামি’ নির্বাচনের জাতীয় পার্টির দায় আছে বলেও মন্তব্য করেন তারা।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জুলাই শিখিয়েছে কীভাবে হায়নাদের ধ্বংস করতে হয়। নতুন বাংলাদেশ গড়তে দলীয় স্বার্থের আগে বৃহৎ স্বার্থের দিকে মনোযোগ দিতে হবে। নতুন বাংলাদেশ গড়তে আলোচনার টেবিলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির এই সিনিয়র নেতা।
একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জুলাই প্রমাণ করেছে, আমরা লড়াই করতে জানি। আমাদের ঐক্যবদ্ধ শক্তিই সব থেকে বড় শক্তি। দলীয় ভিত্তিতে নয়, জাতীয় ভিত্তিতে ঐক্য অক্ষুণ্ন থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।