বুধবার, 13 আগস্ট 2025
MENU
daily-fulki

সাভারে বিপুল পরিমাণ টিসিবি পণ্যসহ ট্রাক জব্দ, ড্রাইভার আটক


স্টাফ রিপোর্টার : সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার একটি আঞ্চলিক সড়কে স্থানীয় জনতা স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে ও সাধারণ জনগণের মধ্যে বিতরণের (ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্যবাহী একটি ট্রাক আটক করে।

মঙ্গলবার ভোরে (১২ আগস্ট) পাচার করার সময় একটি টিসিবি পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৭-৩৭৮৩) জব্দ করে ডিবি পুলিশের নিকট সোপর্দ করে স্থানীয় জনতা। পরে ডিবি ঢাকা জেলা (উত্তর) পুলিশের একটি টিম মালামাল ও ট্রাক জব্দের পাশাপাশি ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করা হয়। 


আটককৃত ড্রাইভারের নাম-মোঃ লিটন মিয়া (৩৯)। তিনি শরিয়তপুর জেলার নড়িয়া থানার উত্তর হালিশর গ্রামের আমির হোসেনের ছেলে। 


মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।


সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর থেকে একটি পিকআপ ভর্তি টিসিবির পণ্য জব্দ করে।


সেখানে ১০০ কার্টন সয়াবিন তৈল, ৩০ বস্তা আটা, ১৬ বস্তা চিনি ও ২৭ বস্তা মসুরের ডাল জব্দ করা হয়েছে। এ সময় পিকআপের চালককে আটক করা হয়েছে বলে জানায় গোয়েন্দা পুলিশ।


স্থানীয় সূত্রে জানা যায়, সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাজাশন আল-আমিন স্কুলের গোডাউন হতে টিসিবি ডিলার মোঃ আতিকসহ একটি চক্র সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্যসামগ্রী বিতরণ না করে সরকারী এ পণ্য পাচার করার সময় স্থানীয় জনতা ট্রাকের ড্রাইভারসহ পণ্যগুলো জব্দ করে জরুরী সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন দিলে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ ড্রাইভারকে গ্রেফতার ও মালামাল জব্দ করে।


অভিযোগ উঠেছে ট্রেডিং করর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্যাগ অফিসার ও  সাভার পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা আল-মামুন এবং টিসিবি আঞ্চলিক ঢাকা অফিসের সঙ্গবদ্ধ একটি সিন্ডিকেট এই অপকর্মের সাথে জড়িত। সচেতন মহল দুদকসহ সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন।


সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ আবুবকর সরকার জানান, এ ঘটনার সাথে সাভার পৌরসভা কোনভাবেই জড়িত না। কেহ জড়িত থাকলে তদন্ত করে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


এ ব্যাপারে জানার জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সংশ্লিষ্ট সাভার পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা আল-মামুনের মুঠোফোনে একাধিকবার ফোন এবং ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোন সাড়া দেননি। 


ঢাকা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ পরিদর্শক মোঃ জালাল উদ্দিন জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সাথে জড়িত কারা তা তদন্ত চলছে।
 

সর্বাধিক পঠিত