ফুলকি ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়ক নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুপরের দিকে দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়।
চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত শোকজ নোটিশে নিজাম উদ্দিনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না; তা জানতে চাওয়া হয়। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তাকে দলের চট্টগ্রাম মহানগরের প্রধান যুগ্ম সমন্বয়ক মীর আরশাদুল হকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
এরআগে গতকাল রোববার চট্টগ্রাম বন্দরের আন্দোলন থামাতে চাঁদা দাবি সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। পরে সেই ভিডিও নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, কিছুদিন আগে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ইস্যুতে সাইফ পাওয়ার টেকের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন থামাতে সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ে নিজাম উদ্দিনকে তার ঘনিষ্ঠ জনৈক রিফাতের সঙ্গে চাঁদা আদায় ও চাঁদার অঙ্ক নিয়ে দরকষাকষি করতে শোনা যায়। ওই কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, মোবাইলে রিফাতের মাধ্যমে আন্দোলন থামাতে চাঁদা চান নিজাম। জবাবে রিফাত জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা ‘পাঁচ টাকা’ দিতে চেয়েছে। এ সময় নিজামকে বলতে শোনা যায়, ‘দেখো ১০ টাকা নিতে পারো কিনা।’
নাম প্রকাশ না করার শর্তে এনসিপির এক নেতা জানিয়েছেন, কথোপকথনে সাংকেতিক ‘পাঁচ টাকা’ মানে পাঁচ লাখ টাকা এবং ‘১০ টাকা’ মানে হচ্ছে ১০ লাখ টাকা।
কথোপকথনের একপর্যায়ে রিফাতকে বলতে শোনা যায়, এত টাকা তারা দেবে না। তিনি আরও বলেন, আপনারা যদি আন্দোলন বন্ধ করতে না পারেন? তখন নিজাম উদ্দিন তাকে আশ্বস্ত করে বলেন, আন্দোলন বন্ধ হয়ে যাবে। তুমি টাকার ব্যবস্থা করো।
এ বিষয়ে জানতে চাইলে রোববার রাতে অভিযুক্ত নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বিষয়টি ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেন। তিনি বলেন, একটি পক্ষ তার বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করে আসছে। এটিও তারই অংশ। যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে; সেটি সুপার এডিটেড।