শুরুতে লঙ্কান ওপেনার মাদুশকার পর সেট ব্যাটার পাথুম নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিসকে তুলে নেয় বাংলাদেশ। ঠিক ১০০ রানে শ্রীলঙ্কার ৩ উইকেট নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিল বাংলাদেশ। সেখান থেকে কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও চারিথা আশালঙ্কার ফিফটিতে ম্যাচের লাগাম ধরে শ্রীলঙ্কা। আশালঙ্কাকে ফিরিয়ে তাদের জুটি ভেঙেছেন তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা কুশল মেন্ডিস ১০৬ বলে ১১৩ রানে খেলছেন। ১৭টি চার মেরেছেন তিনি। তার সঙ্গী জানিথ লিয়ানাগে। অধিনায়ক চারিথা আশালঙ্কা ৬৮ বলে নয়টি চারের শটে ৫৮ রান করে ফিরেছেন। কুশলের সঙ্গে ১২৪ রানের জুটি গড়েন তিনি।
তানভীর-মিরাজের উইকেট: প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া নিশাঙ্কা ৪৭ বলে ৩৫ রান করে তানভীরের বলে ফিরে যান। তার বিদায়ে ভাঙে ৫৬ রানের জুটি। ১৬ রান করা কামিন্দু মেন্ডিসকে লেগ বিফোর করেছেন মিরাজ।
তানজিম সাকিবে প্রথম সাফল্য বাংলাদেশের: চতুর্থ ওভারের প্রথম বলেই উইকেট পেলেন তানজিম সাকিব। তার বলে স্টাম্পের বাইরের বলে এজ হয়ে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দেন মাদুশকা। ৬ বলে ১ রানে ফিরলেন লঙ্কান ওপেনার। তিনে নেমেছেন কুশল মেন্ডিস। ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২১ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৮ রানে কুশল ও ১১ রানে আছেন নিশাঙ্কা।
তাসকিনকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ: প্রথম দুই ওয়ানডে শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চলমান সিরিজ ১-১ সমতায় রয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অর্থাৎ, বাংলাদেশ আগে ফিল্ডিং করবে। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে।
আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাসান মাহমুদের পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৭ রানে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন তাসকিন।
আরেকটি পরিবর্তন করতে হওয়ার শঙ্কা ছিল। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় মাংসপেশিতে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। পুরোপুরি ফিট হয়ে তিনি খেলতে পারবেন কি না, এ নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত ম্যাচের আগে ফিটনেস টেস্ট পার হয়েই একাদশে ঢুকেছেন শান্ত। শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ : নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।