বুধবার, 13 আগস্ট 2025
MENU
daily-fulki

গাজীপুরে গণপিটুনিতে ছিনতাইকারি নিহত

ফুলকি ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে গণপিটুনিতে এক ছিনতাইকারি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১১ টার দিকে স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

ভুক্তভোগী হাবীব জানান, সকালে বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন তিনি। এ সময় স্টেশন রোড এলাকায় পৌঁছালে ৩-৪ জন যুবক তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় একজনকে শনাক্ত করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি ফোন উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত জনগণ উত্তেজিত হয়ে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

 

 

পুলিশ জানায়, আটককৃত ছিনতাইকারী অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পুর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, গণপিটুনিতে এক ছিনতাইকারী আহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ছিনতাইকারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বাধিক পঠিত