শুক্রবার, 10 অক্টোবর 2025
MENU
daily-fulki

জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

ফুলকি ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক নিয়ে সংঘাতে ধারালো অস্ত্রের আঘাতে শাহ আলম (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার দুপুরের পর ৭ নম্বর সেক্টর এলাকায় লাঠি ও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবক মারা যান।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান।

তিনি জানান, এ ঘটনায় ফয়সাল নামে একজনকে চাপাতিসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে সেলিম নামের আরেকজনকে ধরা হয়েছে।

ক্যাম্পের বাসিন্দা এক স্কুল শিক্ষক বলেন, সোমবার ভোররাত থেকে সকাল পর্যন্ত ক্যাম্পের ৭ নম্বর সেক্টর এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে দুই গ্রুপ। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে রোববার রাতে ককটেল বিস্ফোরণে এক নারী আহত হন জানিয়ে এসি মেহেদী হাসান বলেন, পুলিশ ও সেনাবাহিনী এলে সব শান্ত থাকে। তারা চলে যাওয়ার পর আবারও সংঘাতে জড়ায় মাদক কারবারিরা।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলছেন, মাদক কারবারি পিচ্চি রাজা ও বুনিয়া সোহেল গ্রুপের দ্বন্দ্বে এ সংঘাত হয়। মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ তাদের মধ্যে। যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা সম্প্রতি জামিনে বের হয়ে এসে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এখন পরিবেশ শান্ত আছে।

সর্বাধিক পঠিত