শুক্রবার, 10 অক্টোবর 2025
MENU
daily-fulki

আক্কেলপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিলো ছিনতাইকারীরা

ফুলকি ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুরে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক যাত্রীকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। গতকাল রোববার সন্ধ্যার পর উপজেলার চকরঘুনাথ এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ওই ট্রেন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

আহত যাত্রীর নাম মো. আমিনুর ইসলাম (৩২)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পাবনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত আছেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন। ছাদের ওপর দুইজন ছিনতাইকারী তার ওপর হামলা করে। এসময় তিন জনের ধস্তাধস্তির একপর্যায়ে চকরঘুনাথ এলাকায় তাকে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা। ট্রেন থেকে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ ঘটনায় তার ডান হাত ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যার জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রিফাত হোসেন নামের স্থানীয় বাসিন্দা বলেন, লোকটি ট্রেন থেকে পড়ে যাওয়ার পর রেললাইনের ওপর কাতরাচ্ছিলেন। আমরা গ্রামের কয়েকজন মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে জয়পুরহাট হাসপাতালে স্থানান্তর করেন।

আহত ট্রেন যাত্রী মো. আমিনুর ইসলাম বলেন, আমি ট্রেনের ছাদে উঠে বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ সান্তাহার স্টেশন পার হয়ে আসলে অপরিচিত দুই জন ছিনতাইকারী এসে আমার ওপর আক্রমণ করে মোবাইল ফোন, টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে ধস্তাধস্তির একপর্যায়ে তারা আমাকে ফেলে দেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আদনান বলেন, আহত ওই ব্যক্তি আমাদের জানিয়েছেন, তিনি ট্রেনের ছাদে ছিলেন। সেখানে দুই ব্যক্তি তার কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। এতে তার ডান হাত ভেঙে গিয়ে শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট আধুনিক জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত