স্টাফ রিপোর্টার : সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের বিএনপির সদস্য নবায়ণ ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশেক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেনের সঞ্চলনায় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ ইব্রাহিম মিয়া, সহসভাপতি মোঃ ফেরদৌস আহমেদ প্রদীপ, মোঃ সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম খান, মোঃ ওমর আলী ডাহর, মোঃ সাইফুর রহমান, প্রচার সম্পাদক মোঃ নাসিরুদ্দিন উকিল, সাভার পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আফসার মোক্তার, আবদুর গফুর বাবুল, আবুল বাশার, মোঃ তারা মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।