জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের পুনরায় তপশিল ঘোষণা করা হয়েছে৷ আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে নির্বাচনের ভোটগ্রহণ। একই দিনে নির্বাচনের ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। একইসঙ্গে ২১টি হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই তপশিল ঘোষণা করেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। তিনি বলেন, জাকসুর গঠনতন্ত্রের ৮-এর (খ) ধারা অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ২১টি হল সংসদ নির্বাচন একইসঙ্গে অনুষ্ঠিত হবে।
তপশিল অনুযায়ী, ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হয়েছে৷ ১৪ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খসড়া ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও আচরণবিধি মতামত গ্রহণ, ১৭ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
আগামী ১৮ আগস্ট থেকে ১৯ আগস্টের মধ্যে মনোনয়ন সংগ্রহ করা এবং মনোনয়ন জমাদানের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে৷ ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই-বাছাই।
২৫ আগস্ট খসড়া প্রার্থীতালিকা প্রকাশ শেষে ২৬ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার ড. মো. মনিরুজ্জামান।
প্রধান নির্বাচন কমিশনার জানান, এছাড়া ২৮ আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ও ২৯ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। একই দিন থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে।
গত বছরের ডিসেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তিনবার আশ্বাস দিয়েছে। এর মধ্যে দুইবার যথাসময়ে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চূড়ান্ত বিচার না হওয়ার কারণ দেখিয়ে পেছানো হয়েছে নির্বাচনের দিন। গত ১ মে তপশিল ঘোষণা হলেও নির্ধারিত সময়ে বিচার না হওয়ায় পিছিয়ে যায় নির্বাচনের তারিখ। সবশেষ গত ৩ আগস্ট বিচার সম্পন্ন করার পর গতকাল রোববার নির্বাচনী তপশিল ঘোষণা করা হয়েছে।
শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে বহিষ্কৃত হওয়া শিক্ষার্থীরা জাকসুর ভোটার তালিকায় থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ‘আজকে আমরা যে ভোটার তালিকা প্রকাশ করবো সেখানে হামলায় জড়িতদের নাম থাকবে না।’