সোমবার, 11 আগস্ট 2025
MENU
daily-fulki

এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট পরিবর্তনের দাবিতে কেরানীগঞ্জে সড়ক অবরোধ

ফুলকি ডেস্ক : ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভাব্য রুট পরিবর্তনের দাবিতে কেরানীগঞ্জে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার সকাল ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে কর্মসূচি পালন করে তারা।

এতে অংশ নেয় স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভোগান্তিতে পড়েন ঢাকা-মাওয়া রুটের যাত্রীরা।

 

রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা আরিফুর রহমান বলেন, শত শত বসতবাড়ি উচ্ছেদ করে ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট করার চিন্তা করেছে সরকার। আমরা এই সিদ্ধান্ত অবশ্যই বাতিল করতে হবে। তেঘরিয়া ও রাজেন্দ্রপুর এলাকার শত বছরের বসতবাড়ি উচ্ছেদ করলে কোনোভাবে মেনে নেওয়া হবে না।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আকতার হোসেন বলেন, ঢাকা-মাওয়া সড়কে সকালে মানববন্ধন করে স্থানীয় লোকজন। সকাল থেকে মাওয়া সড়কে যানজটের সৃষ্টি হয়। দুপুরে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বাধিক পঠিত