নড়াইলের লোহাগড়া থানায় নাশকতা মামলার আসামিকে ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেনকে ক্লোজড করা হয়েছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. শরিফুল ইসলাম।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী ইয়াজুর রহমান বাবুর দায়ের করা একটি নাশকতা মামলার আসামি কাশিমপুর গ্ৰামের জিল্লুর রহমান। তাকে গত ৫ জুলাই রাতে গ্রেপ্তার করে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেন বলে এএসআই ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার পর মামলার বাদী কাজী ইয়াজুর রহমান বাবু ফেসবুক পোস্টে এ নিয়ে বিস্তারিত লিখে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ধরেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হলো।
ওসি শরিফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তাধীন ছিল। প্রাথমিক সত্যতা পাওয়ায় এএসআই ইলিয়াস হোসেনকে থানা থেকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
আসামি জিল্লুর রহমানের পরিবারের সদস্যরা বলছেন, ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে।
মামলার বাদী কাজী ইয়াজুর রহমান বাবু বলেন, পুলিশের মধ্যে থাকা দুর্নীতিবাজ সদস্যদের আইনের আওতায় আনতে হবে। এসব অনৈতিক কাজের জন্য সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
