ফুলকি ডেস্ক : নোয়াখালীর চাটখিলে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বদলকোর্ট ইউনিয়নের মেঘা কাছেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক গাজী মাওলানা ওমর ফারুক।
এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব জাফর হোসেন, সহকারী পুলিশ সুপার মনীষ দাশ, চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চেীধুরী, সমাজসেবা অফিসার আলী হোসেন ও প্রধান শিক্ষক আমির হোসেন বিএসসি। মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক আব্দুর রহমান, মো. হানিফ, সাইফুল ইসলাম মহিন, ইসমাইল পাটোয়ারী, দিদারুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মেঘা গ্রাম বর্তমানে মাদক দ্রব্য বেচাকেনার একটি স্বর্গরাজ্য, এলাকায় চুরি, মারামরিসহ অসামাজিক কার্যকলাপ লাগামহীনভাবে চলছে। এসব ঘটনায় এলাকার তরুণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে আসছে। মাদক দ্রব্য কেনাবেচা ও অসামাজিক কার্যকলাপ প্রতিহত করে মেঘা গ্রামকে একটি আর্দশ গ্রাম হিসাবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন।
ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, যাদেরকে মাদক কেনাবেচার সঙ্গে হাতে নাতে ধরা হবে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি এবং ইভটিজিংয়ের ব্যাপারে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স দেখাবে।