সোমবার, 11 আগস্ট 2025
MENU
daily-fulki

গাজীপুরে এক দিনে আরও তিন খুন

গাজীপুর প্রতিনিধি : সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো দেশে যখন নিন্দার ঝড় উঠেছে, তখনও গাজীপুরে থেমে নেই খুনোখুনি। শনিবার আরও তিনটি খুনের ঘটনা ঘটেছে।

শ্রীপুর উপজেলার মাওনা ফ্লাইওভারের নিচে ঘুমানো নিয়ে জুয়েল রানা নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মহানগরের ফাওকাল চাপুলিয়া এলাকায় ব্রিজের নিচে মিলেছে এক নারীর লাশ। 
এদিকে, মহানগরের কাশিমপুর এলাকায় জেমী আক্তার নামের এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে তাঁর স্বামী। 

 

জুয়েলকে ছুরিকাঘাতে হত্যা করে তার সঙ্গীরা। এ ঘটনায় রাকিব হাসান ও রবিন হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক জানান, জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। মাওনা চৌরাস্তা এলাকায় সে ভাসমান হিসেবে থাকত। তার সঙ্গী ছিল রাকিব ও রবিন। শুক্রবার রাতে নেশাজাতীয় কিছু খেয়ে তারা ফ্লাইওভারের নিচে ঘুমাতে যায়। এ সময় রবিনের শরীরে পা লাগে জুয়েলের। এতে ক্ষুব্ধ হয়ে রাকিব ও রবিন মিলে জুয়েলকে ছুরিকাঘাতে হত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে রবিন ও রাকিবকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করছে।

এদিকে, রেলব্রিজের নিচে অচেনা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের চাপুলিয়া ফাওকাল এলাকায় রেলব্রিজের নিচে খাল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর পরনে ছিল লাল সালোয়ার ও সোনালি রঙের জামা। 

গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান বলেন, ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারীকে তিন-চার দিন আগে হত্যা করা হতে পারে। লাশটিতে পচন ধরায় হাতের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যায়নি।
কাশিমপুরের চক্রবর্তী এলাকায় শুক্রবার সন্ধ্যায় জেমী আক্তারকে বালিশচাপা দিয়ে হত্যা করে তাঁর স্বামী। রাকিব হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেমী দিনাজপুরের সেতাবগঞ্জের মিচরি গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।

বগুড়া সদর উপজেলার লতিফপুর গ্রামের রাকিব হাসান স্ত্রী জেমী ও দুই সন্তান নিয়ে চক্রবর্তী এলাকায় লুৎফর রহমানের ছয়তলা ভবনে ভাড়া থাকতেন। তিনি ওই এলাকায় মাছের ব্যবসা করেন।

পুলিশ জানায়, তিন বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ লেগেই থাকে। সংসারে দেড় বছর বয়সী ছেলেসন্তান ও তিন মাস বয়সী মেয়েসন্তান রয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে জেমীকে বালিশচাপা দিয়ে হত্যা করে রাকিব। পরে বিষয়টি ভিন্ন দিকে নিতে জরুরি সেবা ৯৯৯-এ কল করে স্বামী নিজেই মৃত্যুর কথা জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে রাকিব হত্যার কথা স্বীকার করে। পরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয় বলে জানান কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান।

সর্বাধিক পঠিত