রবিবার, 31 আগস্ট 2025
MENU
daily-fulki

কলকাতায় বসে ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : আশুলিয়ায় টুকু


স্টাফ রিপোর্টার : বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কলকাতায় বসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোররসা বাংলাদেশকে অস্থিতিশীল করছে। সবাইকে সজাগ থেকে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদীদের মোকাবেলা করতে হবে।


শনিবার দুপুরে আশুলিয়ার শ্রীপুরে ইসলামী দার্শনিক অধ্যাপক ড. সৈয়দ আলী আশরাফ (রহ.) এর ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।


বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, দেশের বিরুদ্ধে কেউ যেন যড়যন্ত্র করতে না পারে। গণতন্ত্রকে যেন বাধাগ্রাস্ত করতে না পারে সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।


বিএনপি নেতা টুকু আরও বলেন, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। বিএনপি এটাকে স্বাগত জানিয়েছে। আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণ তার পছন্দের সরকারকে বেছে নেবে।


বিএনপি সব সময় একটি গণতান্ত্রিক ও নির্বাচনমুখী দল। জনগণের দল হিসেবে বিএনপিকেই জনগণ এবার ভোট দিবে বলেও মন্তব্য করেন তিনি।


অনুষ্ঠানে সাবেক প্রতিরক্ষা সচিব ও আশরাফ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান আবু মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তফা আবুল উলায়ী, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের শিক্ষা নীতি ও গবেষণা উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত ছিলেন।
 

সর্বাধিক পঠিত