প্রায় ২০০ বছর আগে হারিয়ে যাওয়া ঢাকার মসলিন ফিরে আসছে নতুন প্রাণে। একসময় প্রচলিত ছিল, ব্রিটিশ বেনিয়ারা মসলিন তাঁতিদের আঙুল কেটে দিয়েছিলেন যেন তাঁরা আর এই অনন্য সূক্ষ্ম বস্ত্র বুনতে না পারেন। তবে ২০১৮ সালে শুরু হওয়া ‘ঢাকা মসলিন পুনর্জন্ম প্রকল্প’-এর মাধ্যমে সেই সোনালি ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এই প্রকল্পকে বাণিজ্যিক রূপ দিতে ২০২২ সালে নারায়ণগঞ্জের তারাবোতে শীতলক্ষ্যা নদীর তীরে প্রতিষ্ঠিত হয় ঢাকাই মসলিন হাউস। এখানে সারি সারি হস্তচালিত তাঁতে নিপুণ হাতে তাঁতিরা বুনছেন মসলিন আর সুতাকাটুনিরা চরকায় কাটছেন সূক্ষ্ম সুতা