রবিবার, 31 আগস্ট 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় শ্রমিকলীগ নেতা ইমু গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধি : জুলাইয়ের গণঅভ্যুত্থানের ছাত্র-জনতা হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামী ও  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে চাওয়া শ্রমিকলীগ নেতা নাজমুল হক ইমুকে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার দুপুরে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ। 


আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া ছয়তলা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৪ তাকে গ্রেপ্তার করে। সে আশুলিয়ার জামগড়া এলাকার বাবুল হোসেন ওরফে জসিমের ছেলে এবং জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য।

  
জানা যায়, গ্রেফতার নাজমুল হক ইমু ছাড়াও তার পরিবার জাতীয় শ্রমিক লীগের রাজনীতির সাথে জড়িত। জুলাইয়ের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর গা ঢাকা দেন ইমু। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৫ আগস্ট এক সভায় তার দেয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিষোদগার করে বলেন, লন্ডন থেকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। 


ফেইসবুকে ভাইরাল সেই ১ মিনিট ৫ সেকেন্ডের ভিডিওতে শোনা যায় গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক জিয়া বিদেশে লুকিয়ে আছে, লন্ডনে লুকিয়ে আছে। তাকে লন্ডন থেকে বাংলাদেশে এনে বিচার করতে হবে।

 

সর্বাধিক পঠিত