স্টাফ রিপোর্টার : দেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন দে-ছুট ভ্রমণ সংঘ’র শ্লোগান “সবুজে হবে সয়লাব, আমাদের প্রিয় বাংলাদেশ” এর ধারাবাহিকতায় সংগঠনের ফেসবুক গ্রুপের বন্ধুদের সহায়তায় শুক্রবার (৮ আগস্ট) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মুহাম্মদপুর গ্রামে অবস্থিত জামিয়া মুহাম্মাদিয়া সাত্তারিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মুহতামিম হযরত মুফতি আজিজুর রহমান সাহেবের তদারকিতে দে-ছুট এর চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম আম গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ ২০২৫ এর কর্মসূচীর উদ্বোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন দে-ছুট এর এসিস্ট্যান্ট বেস্ট অর্গানাইজার মাহমুদুল হাসান আরাফাত, দেলোয়ার হোসেন বিদ্যুৎ সহ মাদ্রাসার অন্যান্য সম্মানিত ওস্তাদগণ।
উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ জাভেদ হাকিম বলেন, অনেক অনেক গাছ লাগিয়ে ঢাকঢোল পেটানোর চেয়ে এমন কোন জায়গায় গাছ লাগানো উচিৎ, যেখানটাতে সঠিক পরিচর্যায় গাছগুলোর অধিকাংশই টিকে যাবে।
সেই লক্ষেই প্রথম পর্যায় এই মাদ্রাসায় মুহতামিম সাহেবের পরামর্শে উন্নতমানের নার্সারি হতে আনা ৬২টি বিভিন্ন ফলজসহ মেহগনি গাছের চাড়া রোপণ করা হবে। সেই সঙ্গে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাদের প্রতি, যারা বক্ষরোপণ আয়োজনে আর্থিক, মানসিক ও দৈহিকভাবে সহায়তা প্রদান করেছেন। তিনি আরো বলেন ভ্রমণ পিপাসুদের দেশে-বিদেশের নানান প্রান্তে ভ্রমণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। তাই বিভিন্ন ভ্রমণ সংগঠন গুলোকে বৃক্ষরোপণের ব্যাপারে আগ্রহী হওয়ার আহবান জানান।