সোমবার, 11 আগস্ট 2025
MENU
daily-fulki

ইতালিতে বিএনপি নেতাসহ ৩ বাংলাদেশি গুলিবিদ্ধ

ফুলকি ডেস্ক : ইতালিতে বিএনপির সাবেক এক নেতাসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোমের তরবেল্লা মোনাক্কা এলাকায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ তিনজন হলেন- বিএনপির ইতালি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, তার বন্ধু হুমায়ূন কবির ও মোহাম্মদ ইউনুস। ঘটনাটিতে শাহিন নামে আরেকজন আহত হয়েছেন।


ইতালিতে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা বলছেন, রতন নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। একদল অস্ত্রধারী সেখানে ঢুকে গুলি চালায়।

ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম বলেন, “সন্ত্রাসী হামলায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি নেতা কামরুজ্জামান রতন। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।”

রতনকে সন্ত্রাসীরা তিনটি গুলি করে বলে ফেইসবুকে লিখেছেন আমিনুর রহমান।


ঘটনার বর্ণনায় আরেক পোস্টে তিনি লেখেন, “রতনের বন্ধু হুমায়ুন কবির ভাইও গুলিবিদ্ধ। বারে থাকার একপর্যায়ে (সন্ত্রাসীদের সঙ্গে) ধস্তাধস্তির সময় হুমায়ুন ভাইয়ের হাতে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। গুলি হাতের ওপাশ দিয়ে বের হয়ে যায়।”

রোহিন আহমেদ নামে ইতালি প্রবাসী আরেকজন ফেইসবুকে লেখেন, “কামরুজ্জামান রতন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবিদ্ধ হয়েছেন। তার সুস্থতা কামনা করছি।”


 

সর্বাধিক পঠিত