স্টাফ রিপোর্টার : তারেক রহমান বলেন, ‘রাষ্ট্র পুনর্গঠনে ৩১ দফা দিয়েছি আমরা। সেটি বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। সব খাতের ছোট ছোট সহযোগিতায় দেশ গঠন করতে চাই। এখন যত সংস্কার নিয়ে কথা হচ্ছে, আড়াই বছর আগে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপিই সেসব জাতির কাছে উপস্থাপন করেছিল।'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পযন্ত কাউন্সিলদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনে কাজ করছে বিএনপি। আজকের ড্যাবের নির্বাচন, আগামী দুইদিন দুই জেলার কাউন্সিলে অংশ নেব। এভাবে নেতৃত্ব তৈরি করব।'
শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘রাষ্ট্র পুনর্গঠনে ৩১ দফা দিয়েছি আমরা। সেটি বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। সব খাতের ছোট ছোট সহযোগিতায় দেশ গঠন করতে চাই। এখন যত সংস্কার নিয়ে কথা হচ্ছে, আড়াই বছর আগে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপিই সেসব জাতির কাছে উপস্থাপন করেছিল। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। সেখানে চিকিৎসক, কৃষকসহ সবাইকে সহযোগিতা করতে হবে।'
২৪’ এর ৫ আগস্ট জনগণ মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে জানিয়ে তারেক রহমান বলেন, '২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। মানুষ চায় সামনের দিনগুলো যেন ভালো হয়। দেশের ভালো পরিবর্তন প্রত্যাশা করে প্রতিটি নাগরিক। ৫ আগস্টের পর নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছু পরিবর্তনের প্রত্যাশা করে সবচেয়ে বেশি। তাই দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। সরকারে গেলে গণতান্ত্রিক চর্চা করতে চাই।' আগামী গণতন্ত্রের ভীতকে ধীরে ধীরে শক্তিশালী করার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয়, শুধু ভোটের অধিকার নয়, স্বাস্থ্য আর ভাতসহ সব অধিকার নিশ্চিত করতে হবে। বিএনপির ৩১ দফায় চিকিৎসা খাতের উন্নয়নের কথা বলা হয়েছে। আমি ভারতে গিয়ে সেখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। জানতে চেয়েছিলাম আমরা কেন সেখানে চিকিৎসা নিতে আসি। আমাদের দেশের চিকিৎসকদের সঙ্গে পার্থক্য কোথায়। তারা বলেছে, তাদের চেয়ে আমাদের চিকিৎসকরা বেস্ট। এ দেশের চিকিৎসকরা উপমহাদেশে সেরা, সমস্যাটা হচ্ছে সিস্টেমে। পারস্পরিক হিসেবের যে সংস্কৃতি, তা আমাদের ধ্বংস করে দিয়েছে।’
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আগামীর প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, 'তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী।'
সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির নেতৃবৃন্দ ও ড্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দুপুর ১টায় ড্যাব কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শুরু হয়।