রবিবার, 31 আগস্ট 2025
MENU
daily-fulki

অনলাইনে দাখিলকৃত রিটার্ন ১৮০ দিনের মধ্যে একবারই সংশোধন করা যাবে

স্টাফ রিপোর্টার : ২০২৫-২৬ করবর্ষ থেকে সব করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই রিটার্ন দাখিল প্রক্রিয়া শুরু হলেও অনেক করদাতার প্রশ্ন— দাখিলের পর কোনো ভুল ধরা পড়লে কিভাবে সংশোধন করা যাবে?

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, অনলাইনে দাখিলকৃত রিটার্নে ভুল হয়ে থাকলে দাখিলের ১৮০ দিনের মধ্যে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। তবে এ সুযোগ একবারের জন্য প্রযোজ্য হবে।

এনবিআরের মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করলে করদাতারা কোনো অতিরিক্ত জটিলতায় পড়বেন না।

 

সর্বাধিক পঠিত