ফুলকি ডেস্ক : পাকিস্তানের হয়ে ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত পারফর্ম করলেন হাসান নওয়াজ। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে তিনি অপরাজিত ৬৩ রান করে দলকে পাঁচ উইকেটের দারুণ এক জয়ই এনে দিলেন দলকে।
দিবা-রাত্রির এই ম্যাচে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ছিল ২৮১ রান। মোহাম্মদ রিজওয়ান ৫৩ রান করে এলবিডব্লিউ হন শামার জোসেফের বলে, তখনও জয়ের জন্য ১০১ রান দরকার ছিল। সেখান থেকে হাসান নওয়াজ ও তালাত ম্যাচ জেতান। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন ১০৪ রান, শেষ পর্যন্ত ম্যাচটা জিতে তবেই মাঠ ছেড়েছেন দুজনে।
হাসান নওয়াজ ৪৯তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারেন এবং শেষ বলে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন। পাকিস্তান জিতেছে হাতে সাত বল রেখে।
হাসান নওয়াজ ৫৪ বলে অপরাজিত ৬৩ রান করেন, তিনটি ছক্কা ও পাঁচটি চার মেরে। তালাত ৩৭ বলে অপরাজিত ৪১ রান করেন, যার মধ্যে ছিল একটি ছক্কা ও চারটি চার।
পাকিস্তান টস জিতে প্রথমে বোলিং নেয়। শুরুতেই ফল মেলে। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ব্র্যান্ডন কিং মাত্র চার রানে আউট হন, শাহীন শাহ আফ্রিদির বলে বাবর আজমের ক্যাচে। আফ্রিদি নেন চারটি উইকেট। লুইস ১৯তম ওভারের শেষ বলে আউট হন সাইম আয়ুবের বলে, ক্যাচ নেন আফ্রিদি।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ ৪১তম ওভারের দ্বিতীয় বলে আউট হন আফ্রিদির বলে, ক্যাচ নেন রিজওয়ান। তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ২০০/৫। রোমারিও শেফার্ড ৪৩তম ওভারের শেষ বলে মাত্র চার রানে আউট হন।
চেজ বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেও পরের বলেই আউট হন। নাসিম শেষ দুই বলেই গুডাকেশ মোতি ও জেদাইয়া ব্লেডসকে আউট করেন।
২৮০ রানে ইনিংস শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। তবে নওয়াজের দারুণ অভিষেক পারফর্ম্যান্সে পাকিস্তান তা হেসেখেলেই তাড়া করে ফেলল।