বৃহস্পতিবার, 7 আগস্ট 2025
MENU
daily-fulki

রাজাশনের মন্ডলপাড়ায় একজনকে গলাকেটে হত্যার চেষ্টা


স্টাফ রিপোর্টার : সাভার পৌর এলাকার রাজাশন মন্ডলপাড়ায় এক ব্যক্তিকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ আগস্ট) ভোররাতে আহতের নিজ ঘরে এই ঘটনা ঘটে। 

আহত ব্যক্তির নাম হাশেম মন্ডল (৪৫)। তিনি সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে হাশেম মন্ডলকে অজ্ঞাত দুর্বৃত্তরা গলা কেটে হত্যার চেষ্টা করে। এসময় তাকে মৃত ভেবে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আহত হওয়ার খবর পেয়ে নিকটাত্মীয়রা তাকে আশংকাজনক অবস্থায় এনাম মেডিকেলে ভর্তি করেন। পরবর্তীতে রোগীর অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে স্থানান্তর করা হয়।


এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে আহতের নিকটাত্মীয়রা ফুলকিকে জানিয়েছেন। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
 

সর্বাধিক পঠিত