বৃহস্পতিবার, 7 আগস্ট 2025
MENU
daily-fulki

ঢাকায় বিএনপির বিজয় র‌্যালীতে যাওয়ার পথে দূর্ঘটনায় সাভারে দলের ১৫ নেতা কর্মী আহত


স্টিাফ রিপোর্টার :  ঢাকায় বিএনপির বিজয় র্যালীতে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার ও আশুলিয়া বিএনপির ১৫ নেতা কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহত আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান বাবুল জানান, বেলা ১১টার দিকে ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচীতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে ঢাকা-আরিচা মহাসড়কের সালেপুরে বিআরটিএ’র ৯ নম্বর আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাদের বহনকারী প্রাইভেটকারটি সাভার হাইওয়ে পুলিশের সদস্যরা আকস্মিকভাবে গতিরোধ করে। একই সময় তাদের পেছনে থাকা একটি মাইক্রোবাস গতিরোধ হয়। ফলে পেছন থেকে দ্রুত গতিতে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। ফলে ঢাকা অভিমুখে কর্মসূচিতে অংশ নিতে যাওয়া প্রাইভেটকার ও মাইক্রোবাস আরোহী ১৫ বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হন। 


আহতদের মধ্যে আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান বাবুল, স্বেচ্ছাসেবক দলনেতা মাসুদ খান, সাভার থানা ছাত্রদল নেতা শোভন সুমন, আশুলিয়া থানা মৎসজীবী দল নেতা  হাফিজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আর আমিন, আসাদুজ্জামান টিটু, ধামরাই থানা ছাত্রদল নেতা রিশাদ হোসেনের অবস্থা গুরুতর।


সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমদ জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দুর্ঘটনার জন্য দায়ী বেপরোয়া গতির শুভযাত্রা পরিবহনের বাসটি আটক করা হয়েছে।
 

সর্বাধিক পঠিত