বৃহস্পতিবার, 7 আগস্ট 2025
MENU
daily-fulki

সিংগাইরে গণঅভ্যুথানেরবর্ষ পূর্তিতে ইসলামী আন্দোলনের র‌্যালী অনুষ্ঠিত


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি  : মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা চত্বরে মঙ্গলবার জুলাই অভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংগাইর উপজেলার উদ্যোগে, উপজেলা সভাপতি ও মানিকগঞ্জ-২, আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থী মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ডাঃ মুহাম্মাদ ওয়ালিউল্লাহ্ এর পরিচালনায় সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোলাইমান, জেলা দ্বীনি সংগঠন সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোসাইন, জেলা আইম্মা পরিষদ সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কুদ্দুসসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।


উক্ত সমাবেশ শেষে হাতপাখার এমপি প্রার্থী মোহাম্মাদ আলী দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপজেলাব্যাপী ব্যাপক মোটরসাইকেল র‌্যালী করে তার প্রার্থীতা জানান দেন এবং দলের আমীর চরমোনাই পীর সাহেবের পক্ষ থেকে ন্যায় ও ইনাসফভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার বার্তা প্রদান করে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন সমৃদ্ধ মানিকগঞ্জ-২ গড়ার লক্ষে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্ববান করেন।


সমাবেশে বক্তারা জুলাই চেতনাকে ধারণ করে পিআর পদ্ধতির নির্বাচন, গণহত্যার দ্রুত বিচার, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও দ্রুত স্থানীয় জনপ্রতিনিধি ও জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন।

 

সর্বাধিক পঠিত