স্টাফ রিপোর্টার : সাভারে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও শহিদদের স্মরণে সাত দিনব্যাপী জুলাই বিপ্লব সপ্তাহ পালন করে সাভার মডেল কলেজ।
বুধবার দুপুরে সমাপনী দিনে কলেজের অডিটরিয়ামে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ বলেন, শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির পাশাপাশি সময়োপযোগী জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষা অর্জনের সাথে সাথে দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায় ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে। সুন্দর একটি সমাজ তৈরিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে জুলাই বিপ্লবের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী, ফুটবল টুর্নামেন্ট’সহ বিভিন্ন ইভেন্ট, ‘জুলাই বিপ্লব ও প্রত্যাশার বাংলাদেশ’ বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের বিভিন্ন বিভাগে সপ্তাহব্যাপী পালন করা হয় এসব কর্মসূচি।