মানিকগঞ্জ প্রতিনিধি : মো. আ. মান্নানকে আহ্বায়ক ও মো. শহীদুল হককে সদস্য সচিব করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ ইউনিট কমান্ডের কার্যক্রম পরিচালনার জন্য ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে।
গত ২৯ জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব সাদেক আহমেদ খান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
কমিটির যুগ্ম আহ্বায়ক ড. মো. হায়দার আলী মিয়া ও সদস্যরা হলেন—আলহাজ মফতেজুর রহমান খান বিবেক, গোলাম মহিয়ার খান সিপার, আবুল কালাম আজাদ মাস্টার, আবু বকর সিদ্দিক, শামসুদ্দিন আহমেদ, মো. হাফিজ উদ্দিন, শংকর লাল দাস ও শরফুদ্দিন আহম্মেদ।
চিঠিতে বলা হয়, ২০ দিনের মধ্যে উপজেলা/থানা এডহক কমিটি গঠন করে কেন্দ্রীয় কমান্ডের অনুমোদন নিতে হবে।
এ ছাড়া ৪৫ দিনের মধ্যে রণাঙ্গনের প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।