বৃহস্পতিবার, 21 আগস্ট 2025
MENU
daily-fulki

ওমরাহ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা

স্টাফ রিপোর্টার : ওমরাহ হজ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে পরিচিতি পাওয়া লামিমা লাম। কিছুদিন আগেই ওমরাহ করার জন্য মক্কার উদ্দেশে পাড়ি জমান এই অভিনেত্রী।

আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কার সামনে হিজাব পরিহিত একটি ছবি পোস্ট করে জানালেন, তিনি ওমরাহ সম্পন্ন করেছেন।

সেই পোস্টে লামিমা লাম লেখেন, ‘আলহামদুলিল্লাহ।

 

আমার প্রথম ওমরাহ সম্পন্ন।’

 

লামিমার সেই পোস্টে অনেকেই অভিনন্দন জানিয়েছেন তাকে। সেখানে মন্তব্য করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক কাজল আরেফিন অমিও। তিনি লেখেন, ‘মাশা আল্লাহ’।

 

পাঁচ বছর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ তৃতীয় মৌসুম দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন লামিমা লাম। এরপর ‘অসময়’, ‘টাকার মেশিন’ ও ‘হোটেল রিল্যাক্স’-এ অভিনয় করে প্রশংসা কুড়ান। এখন তাকে দেখা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম কিস্তিতে।

সর্বাধিক পঠিত