বৃহস্পতিবার, 7 আগস্ট 2025
MENU
daily-fulki

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার : জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজধানী ঢাকায় বিএনপির ‘বিজয় শোভাযাত্রা’ শুরু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেল ৪টা ৪৫ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয় শোভাযাত্রা উদ্বোধন ঘোষণা করেন।

এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

মাথায় নানা রঙের ক্যাপ পরে, হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিজয় শোভাযাত্রাতে নেতাকর্মীরা। বিএনপির অনেক নেতাকর্মী মিছিল নিয়ে এসেছেন। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও এসেছেন অনেকে।

শোভাযাত্রাতে পিকআপ ভ্যানে চড়ে যোগ দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, সালাহউদ্দিন আহমদসহ অন্য কেন্দ্রীয় নেতারা। 

বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও শোভাযাত্রাতে যোগ দিয়েছেন।

 

সর্বাধিক পঠিত