বুধবার, 6 আগস্ট 2025
MENU
daily-fulki

সাভারে ৫ই আগস্ট উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সহযোগিতায় খোরশেদ আলম

ফুলকি ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে রেড ক্রিসেন্ট সোসাইটি সাভার শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।৫ আগস্ট মঙ্গলবার দুপুরে সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, ঢাকা জেলা উলামা দলের মাঈনুদ্দিন মুন্না, এবং পৌর ছাত্রদলের নেতা তাজ খান নাঈমসহ স্থানীয় নেতাকর্মীরা। এ সময় মো. খোরশেদ আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব সাহসী তরুণ-তরুণীকে, যারা জুলাই বিপ্লবে শহীদ, আহত ও নিপীড়নের শিকার হয়েছিলেন। তাদের আত্মত্যাগেই সূচিত হয়েছিল একটি নতুন অধ্যায়।” উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

সর্বাধিক পঠিত