বুধবার, 6 আগস্ট 2025
MENU
daily-fulki

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিশের উদ্যোগে হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে র‍্যালি অনুষ্ঠিত

ফুলকি ডেস্ক : র‍্যালি কর্মসূচি শুরুর আগে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের আয়োজনে সাভার মডেল মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড পদক্ষিণ করে রেডিও কলোনি বাসস্ট্যান্ডের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা 
অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রব্বানী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

সমাবেশে বক্তারা বলেন,  '২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে ছিল এক অবিস্মরণীয় দিন। বছরের পর বছর ধরে চলা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামা ছাত্র-জনতার ক্ষোভ সে দিন রূপ নেয় গণ-অভ্যুত্থানে।

বক্তারা আরও বলেন, শত শত শিক্ষার্থী ও জনতার জীবনের বিনিময়ে দীর্ঘদিনের বৈষম্যের শিকল ভেঙ্গে আমরা এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর তথা ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। তাই আমাদের বসে থাকলে চলবে না, শহিদদের রক্তের বিনিময়ে প্রাপ্ত এই স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে। যার হুকুমে অকালে এতো প্রাণ ঝরে গেল, সেই স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি মুফতি সুলতান মাহমুদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমীর যৌথ সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি ফারুক হোসেন, সহ-সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, সহ-সভাপতি মাওলানা সাহেদ জাহেরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউসার হোসাইন প্রমুখ।

র‍্যালি শেষে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নিহত সব শহীদ ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

 

সর্বাধিক পঠিত