মঙ্গলবার, 8 জুলাই 2025
MENU
daily-fulki

আগামীর সাভার হোক শিক্ষা ও শান্তির নগরী : লায়ন খোরশেদ আলম


স্টাফ রিপোর্টার : সাভারে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুলাইি) সন্ধ্যায় পৌরসভার ছায়াবিথী এলাকায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিল লায়ন মো. খোরশেদ আলম বলেন, “সাভারবাসী জানেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে আমরা যারা বিএনপি করি তারা কেমন ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছি। সে স্মৃতি মনে পড়লে শিহরিত হয়ে উঠি। এরকম সময় যেন আর কখনো দেশে না আসে, সাভারে না আসে। আমরা চাই সাভার হোক সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলমুক্ত ও মাদকমুক্ত। আগামীর সাভার গড়ে উঠুক একটি শিক্ষা নগরী হিসেবে।”


তিনি আরও বলেন, “আমার ব্যক্তিগত উদ্যোগে ইতোমধ্যেই প্রায় ৪২ জন জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। এখনো কেউ অসহায় থাকলে, আমি তার চিকিৎসার দায়িত্ব নেব। আপনারা যদি মনে করেন আমার আচরণ, কার্যক্রম আপনাদের ভালো লাগে তাহলে আগামী পৌর নির্বাচনে আমাকে ভোট দিয়ে পাশে থাকবেন।”


তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই শহীদদের আত্মত্যাগের জন্যই আজ আমরা মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছি।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন কায়কোবাদ মোহাম্মদ শরীফুজ্জামান, দৈনিক ফুলকি’র সম্পাদক নাজমুস সাকিব, সাভার পৌর ওলামা দলের আহ্বায়ক এইচ এম মাসুদ রানা, স্ভাার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মেহেদী হাসান মাসুদ, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাদবর প্রমুখ। 


সভায় অন্যান্য বক্তারাও শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বাবুল এবং সঞ্চালনায় ছিলেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।


আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 


News Writer

SB

সর্বাধিক পঠিত