সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : জনবসতি এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা পোল্ট্রি ফার্মের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সেই সঙ্গে ফার্মের মালিক নাসির উদ্দিন ও তার মা মামলাবাজ আনোয়ারার শাস্তি দাবি করেছেন বিক্ষোভকারীরা।
সোমবার (৪ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের সোনারগাঁ (সোনাটেংরা) তালিমুল কুরআন হামিদিয়া মাদ্রাসা মাঠে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় ভুক্তভোগী বাসিন্দারা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, জনবসতি এলাকায় পাঁচ ছয় বছর পূর্বে সোনাটেংরা গ্রামের চানু শেখের পুত্র নাসির উদ্দিন পোল্ট্রি ফার্ম গড়ে তোলে পরিবেশ দূষণ করছেন।
পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে এলাকায় বসবাস তো দূরের কথা কোনো আচার অনুষ্ঠানও করা যাচ্ছে। এতে ওই এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েছেন। সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ দিয়ে কোন প্রতিকার পায়নি তারা। বক্তারা আরো বলেন, প্রতিবাদ করতে গিয়ে অনেকেই মিথ্যা মামলায় জেল জুলুমের শিকার হয়েছেন।এ ছাড়া অভিযুক্ত মামলাবাজ নারী আনোয়ারের বিরুদ্ধে জিয়াছমিন ও আব্দুস ছাত্তার হত্যার অভিযোগও তুলে ধরেন বক্তারা। স্থানীয় বাসিন্দারা দ্রুত পোল্ট্রি ফার্মটি অপসারণসহ অভিযুক্ত নাসির উদ্দিন ও তার মা আনোয়ারার শাস্তি দাবী করেছেন। চান্দহর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম পান্নুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-স্থানীয় বাসিন্দা শুকুর খান,ছবেদ খান, উসমান মোল্লা, মাওলানা খোরশেদ আলম,মবজেল মোল্লা, দানেছ মোল্লা ও আশ্রব মোল্লা প্রমুখ।
মানববন্ধনের আগে চান্দহর- সিরাজপুর সড়কের সোনাটেংরা মোড়ে এক বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে শতাধিক স্থানীয় বাসিন্দা।
এ প্রসঙ্গে অভিযুক্ত নাসির উদ্দিন বলেন,আমি বৈধভাবে কাগজপত্র করে পোল্ট্রি ফার্ম গড়ে তুলেছি। জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় পান্নু ভাড়াটিয়া লোক দিয়ে এ মানববন্ধন করেছে। আমার স্ত্রী জিয়াছমিন স্ট্রোক করে ও বিয়াই আব্দুস ছাত্তার বিষ খেয়ে ২০ বছর আগে আত্মহত্যা করেছে। হত্যার কোনো ঘটনা ঘটেনি এবং এ নিয়ে জিডি পর্যন্তও হয়নি বলে তিনি দাবী করেন।