বুধবার, 6 আগস্ট 2025
MENU
daily-fulki

বাংলাদেশের সাথে ৫০ বছরের দৃঢ় সম্পর্ক ডেনমার্কের: রাষ্ট্রদূত


স্টাফ রিপোর্টার :  বাংলাদেশের সাথে ডেনমার্কের ৫০ বছর ধরে দৃঢ় সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। সোমবার (৪ আগস্ট) দুপুরে আশুলিয়ার খাগান এলাকায় ড্যান ফুডস লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।


ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, বাংলাদেশের সাথে আমাদের সর্ম্পক অতি নিবিড়। তাই দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করা হয়েছে।


তিনি আরও বলেন, আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা মান বজায় রেখে ড্যান কেক তৈরি হচ্ছে। ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে খাদ্য ও ভোক্তা পণ্য খাতে অংশীদারিত্বের প্রতিফলন ঘটেছে। অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি নিরাপদ টেকসই উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে তার দেশ সহয়তা করবে বলে জানান তিনি।


কারখানা পরিদর্শন কালে ড্যান ফুডস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, চিফ পিপল অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়াস অফিসার গোলাম হাবিব, হেড অফ মার্কেটিং শহীদ বিন সারওয়ার, হেড অফ প্লান্ট অপারেশন তৌফিক হাবিব, হেড অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মোহাম্মদ জোনায়েদ খান চৌধুরী, সিনিয়র ম্যানেজার এইচ আর খালেদ হোসেন, ম্যানেজার ব্রান্ড এন্ডর চ্যানেল ডেভেলপমেন্ট আল আসিফ খান, হেড অফ প্রডাকশন নাসির উদ্দিন ছাড়াও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত