বুধবার, 6 আগস্ট 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মাশরিকুল ইসলাম ইমন (২৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় একটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।


রবিবার (০৩ আগস্ট) রাত ৯টার দিকে আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাশরিকুল ইসলাম ইমন (২৮) ধনিয়া এলাকার কামাল হোসেনের ছেলে। সে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক বলে জানা যায়।


পুলিশ জানায়, রবিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল।


আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে।

সর্বাধিক পঠিত