স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র্যালি সফল করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সাভারে।
শনিবার বিকেলে পৌর এলাকার ব্যাংক কলোনি এলাকায় সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বাসভবনে সাভার ও আশুলিয়া বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
পরে প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে ৫ আগস্ট সকাল ১১টায় আশুলিয়ার নয়ারহাট থেকে মির্জানগর গণস্বাস্থ্যে পর্যন্ত বিজয় র্যালি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো: খোরশেদ আলম, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব, সাভার থানা বিএনপির সহ-সভাপতি সাইদুল ইবনে সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও আহসান উল্লাহ, বিএনপি নেতা শরিফুল আলম, ওবাদুর রহমান অভি প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ ৫ আগস্টের বিজয় র্যালিকে সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।