মঙ্গলবার, 8 জুলাই 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, মানববন্ধন


স্টাফ রিপোর্টার : দুর্নীতি নানা অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগে আশুলিয়া সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার দুপুরে সিএন্ডবি-আশুলিয়া সড়কের সাব-রেজিষ্ট্রার অফিসের সামনে দলিল লেখক কল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন তারা। এসময় আশুলিয়ার বিভিন্ন এলাকার শত শত মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসুচীতে যোগদান করেন।


সাব রেজিষ্ট্রারের প্রত্যাহার দাবিতে এ আন্দোলন গড়ালো ২১ দিনে। ২১ দিনের আন্দোলনের ফলে সাব রেজিষ্ট্রি অফিসে বন্ধ রয়েছে জমি হস্তান্তর ও রেজিষ্ট্রি কার্যক্রম। যার ফলে গুরুতপূর্ণ আশুলিয়া সাব রেজিষ্ট্রি অফিসে অচলাবস্থা দেখা দিয়েছে। জমি ক্রেতা ও বিক্রেতারা পড়েছে চরম দুর্ভোগে।


মানববন্ধন বিক্ষোভ মিছিল থেকে এসময় আশুলিয়া সাব রেজিষ্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক আলমগীর হোসেন বলেন, সম্প্রতি আশুলিয়ার সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল যোগদান করার পর থেকে ঘুষ অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। টাকা ছাড়া তিনি কোন দলিলে স্বাক্ষর করেন না‌। তাই ঘুষখোর সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের পদত্যাগের দাবিতে তারা ১৭ জুন থেকে  বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি শুরু করেন। দলিল লেখক কল্যাণ সমিতির আন্দোলনের কারণে সাব রেজিষ্ট্রি অফিসে অচলাবস্থা বিরাজ করছে। যার ফলে দলিল না হওয়ায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এমন অবস্থায় তারা তার পদত্যাগ দাবি করেন। তিনি পদত্যাগ না করলে রাস্তা অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।


এদিকে এসব অভিযোগ অস্বীকার করে আশুলিয়া সাব-রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল বলেন, আমি কারও কথায় পদত্যাগ করবো না।

 


News Writer

SB

সর্বাধিক পঠিত