ফুলকি ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চার শিক্ষার্থীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গতকাল রোববার এ অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা করেন ঢাবির চারুকলা বিভাগের শিক্ষার্থী সাজিদ-উল-ইসলাম। এর আগে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে তিনজনকে মারধর ও একজনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
এজাহারে বলা হয়েছে, গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে সফিউদ্দিন গ্যালারিতে একটি প্রদর্শনী দেখে সাজিদ আইন বিভাগের তাসমিয়া তাবাসসুম নেবুলাকে নিয়ে অন্য দুই বন্ধুর সঙ্গে দেখা করতে লালমাটিয়া ডি-ব্লকের মাঠে যান। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অনুরাভ আশরাফ রাজ্য ও চারুকলার শিক্ষার্থী রাফিদুল হক রাহিমের সঙ্গে তাদের দেখা হয়। তারা বসে গল্প করার সময় ১০-১২ কিশোর তাদের সেখান থেকে উঠে যেতে বলে।
কথা কাটাকাটির এক পর্যায়ে রাজ্য এগিয়ে গেলে আবির নামে দুর্বৃত্ত তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রাজ্যের পিঠের ডান পাশে আঘাত করে। অন্য দুর্বৃত্তরা বাকি দুই শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
সাজিদের ভাষ্য, হামলাকারীরা কেউই তাদের পূর্বপরিচিত না। তাঁর অভিযোগ, তারা একটি ‘গ্যাংয়ের সদস্য’ এবং তাদের সঙ্গে স্থানীয় প্রভাবশালীদেরও যোগসাজশ রয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার এসআই সাইফুল ইসলাম। তিনি বলেন, ঘটনা কী হয়েছিল, তা তদন্তের পর নিশ্চিত হতে পারব।