ফুলকি ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপজেলার বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা।
রোববার নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরীর পরিচালনায় সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতা সিদ্দিকী, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আহমদ আলী মুকিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ সুজাত মিয়া, আমেরিকার শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল হক নান্টু প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, জাতীয় নির্বাচন তিন মাসের মধ্যেও সম্পন্ন হতে দেখেছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের এক বছর সময় লাগানোর কোনো কারণ দেখছেন না তিনি। এই বিলম্ব কোনো শুভ লক্ষণ নয় বলেও উল্লেখ করেন তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘বিগত ৯ মাস দেশে কিছু হলেই দোষ বিএনপির নেতাকর্মীদের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছে। অথচ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি গুম, খুন, মামলা, হামালা, নির্যাতনের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। তার বড় উদাহরণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি হেঁটে সুস্থ অবস্থায় জেলে গেলেন, যখন বিদেশে চিকিৎসার জন্য যান, তখন স্ট্রেচারে করে যেতে হয়।’
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, নুরুল ইসলাম, এনামুল হক, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরীসহ অন্যরা।
অধ্যাপক জাহিদ আরও বলেন, ৭৫-এ সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে মেজর জিয়া এ দেশকে মুক্তির পথ দেখিয়েছেন। তাঁর কালজয়ী দর্শনের সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী দল। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আজ বিএনপিকে প্রতিরোধ বা ষড়যন্ত্র করে থামিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই।