স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষণ করা হবে। রোববার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে এ কথা বলেন তিনি।
ডা. তাসনিম জারা বলেন, ‘আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় গত মাসে দেশের প্রায় প্রত্যেকটা জেলায় গিয়েছি। আপনারা আপনাদের সমস্যার কথা বলেছেন।’
‘আমাদের রাজনীতি আপনাদের সমস্যা সমাধানের রাজনীতি’ উল্লেখ করে তিনি বলেন, প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা শুনেছি, চিকিৎসা ব্যবস্থা আপনাদের সঙ্গে কীভাবে বৈষম্য করছে, আপনারা কীভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যেন কেউ টাকার অভাবে চিকিৎসা বঞ্চিত না হয়।
এই নেত্রী বলেন, ‘আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব, যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়। আমরা এমন ব্যবস্থা গড়ে তুলব যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকে। আর আপনাদের স্বাস্থ্য তথ্য হারিয়ে যাবে না। ফলে অপ্রয়োজনীয় টেস্ট করা কমবে। ভুল চিকিৎসার সম্ভাবনাও কমবে।’
জারা আরও বলেন, ‘আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করে গড়ে তুলব, যাতে আপনাদের এলাকায় আপনারা ঘরের কাছে মানসম্মত চিকিৎসা পান। চিকিৎসার অভাবে কারও অহেতুক প্রাণহানি যেন না হয়, আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব।’
এনসিপির এই নেত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি হবে কল্যাণমুখী, যেখানে সবার কর্মসংস্থান নিশ্চিত হবে। এমন একটা কর্মসংস্থান নিশ্চিত হবে, যেখানে নাগরিক মর্যাদা থাকবে এবং ভালো করে বাঁচার সুযোগ হবে।’
‘আমরা কর কাঠামো নতুন করে ঢেলে সাজাব, যেন ধনী-গরিবের বৈষম্য দূর হয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এমন রাজনীতি করব যেন দেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে।’