বুধবার, 30 জুলাই 2025
MENU
daily-fulki

আজ আশুলিয়ায় বিএনপি’র জনসভা ও এনসিপির পদযাত্রা ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন



আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় আজ বুধবার ছত্রিশ জুলাই গণঅদ্ভ্যুথানের অংশীজন ছাত্র, শ্রমিক-জনতার সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) বিশেষ অনুষ্ঠান ‘আমাদের কথা, আমরাই বলবো’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন ঢাকা জেলা বিএনপি। 

অপরদিকে আজ আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনপিসি) পদযাত্রা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান দু’টিতে স্ব স্ব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। স্বল্প দূরত্বে দুই দলের কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম আশুলিয়ার দারুল ইহসান মাদ্রাসার মাঠে জনসভাস্থল পরিদর্শন করেছেন।


বিএনপির জনসভায় প্রধান অতিথি হিবেসে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থানীয় কমিটি’র সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির কেন্দ্রীয় কমিটি, জেলা ও উপজেলাসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।


অপরদিকে এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন বলেন, বুধবার বিকেল ৫ টায় আশুলিয়ার বাইপাইলে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। পদযাত্রা ও সমাবেশকে সফল করার জন্য দলীয় নেতা-কর্মীরা প্রস্তুতি নিয়েছে। এদিন উপস্থিত থাকবে দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয়  নেতাকর্মীরা।


এদিকে দুই দলের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, আশুলিয়ায় স্বল্প দূরত্বে বিএনপি’র জনসভা এবং এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হবে। সে কারণে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়াও বুধবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানান তিনি।
 


News Writer

sahadut

সর্বাধিক পঠিত