বুধবার, 30 জুলাই 2025
MENU
daily-fulki

মাইলস্টোন ট্র্যাজেডি সাভারে লামিয়ার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা


স্টাফ রিপোর্টার : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জায়রা আক্তারের মা লামিয়া আক্তার সোনিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।


মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল বাসেতের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগনিবাড়ী এলাকায় যান। তারা লামিয়া আক্তার সোনিয়ার কবরে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান এবং রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।


এ সময় বিমান বাহিনীর সদস্যরা ছাড়াও নিহতের মেয়ে জায়রা আক্তারসহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিনিধিদলের সদস্যরা নিহতের মেয়ে জায়রা আক্তারের সাথে কিছু সময় কাটান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


লামিয়া আক্তার সোনিয়া উত্তরার ১৮ নম্বর সেক্টরে স্বামী-সন্তান নিয়ে থাকতেন। প্রতিদিন সংসারের কাজের ফাঁকে মেয়ে জায়রাকে স্কুলে আনা-নেয়া ছিল তার রুটিন কাজ। নিহত লামিয়া আক্তার সোনিয়ার স্বামীর নাম আমিরুল ইসলাম জনি।
গত ২১ জুলাই মেয়ে জায়রা আক্তারকে স্কুল থেকে আনতে গিয়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান লামিয়া আক্তার। 

পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে গত ২৪ জুলাই স্বজনরা লামিয়াকে শনাক্ত করে এবং একই দিন বিরুলিয়ার বাগনিবাড়ি এলাকায় নিহতের বাবা সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বাবুল হোসেনের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার দিন তিনি মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে ক্লাস রুমের সামনে অপেক্ষারত ছিলেন, এসময় তিনি দুর্ঘটনায় দগ্ধ হলেও তার মেয়ে জায়রা আক্তার অক্ষত ছিলেন।

 

 


News Writer

sahadut

সর্বাধিক পঠিত