স্টাফ রিপোর্টার : সাভার সরকারি কলেজে সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো: আখতারুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, স্বৈরাচারী আচরণ ও ফ্যাসিবাদী আওয়ামীপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দ্রুততম সময়ে তার পদত্যাগ নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে কলেজ প্রাঙ্গণে "সাধারণ শিক্ষার্থীবৃন্দ" ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, “ড. মো: আখতারুজ্জামান একজন দুর্নীতিবাজ এবং স্বৈরাচারের দোসর। অতীতে তিনি ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ নানা অভিযোগ রয়েছে। এমন বিতর্কিত ব্যক্তিকে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া শিক্ষার্থীদের জন্য অপমানজনক।”
বিক্ষোভ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: জহিরুল ইসলাম বরাবর একটি স্মারকলিপি জমা দেন। এসময় অধ্যক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষের বিরুদ্ধে আনা অভিযোগগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
শিক্ষার্থীরা জানান, দ্রুততম সময়ে দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।