মঙ্গলবার, 29 জুলাই 2025
MENU
daily-fulki

ধামরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি

 

 ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে ২০ পিস ইয়াবাসহ মো. সজিব হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

 সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. সজিব হোসেন ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। আটককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, সে দীর্ঘ দিন ধরে ইয়াবা ও হেরোইন সেবনসহ নানা মাদক সেবন ও বিক্রি করে আসছিল। 

 সোমবার ২০ পিস ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. সজিব হোসেন জানায়, গত প্রায় এক বছর ধরে হেরোইন সেবন করছেন তিনি। আজ বেলিশ্বর এলাকার জাহাঙ্গীর নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করেন তিনি। তবে জাহাঙ্গীর পালিয়ে যায়।

 ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান বলেন, ২০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করি। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ধামরাইয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। যেখানেই মাদকের খবর পাওয়া যায়, পুলিশ অভিযান পরিচালনা করছে। মাদক সংক্রান্ত তথ্য জানিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।

 

 

 

 

 

 

 

 

 

 

 


 


News Writer

SB

সর্বাধিক পঠিত