মঙ্গলবার, 29 জুলাই 2025
MENU
daily-fulki

গণ-অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না: নাহিদ ইসলাম

ফুলকি ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘অনেকেই বলে আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। অথচ, এই গণ-অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান ও সরকার পতনের দিকে যদি আন্দোলন না নিয়ে যেতাম তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে আরও চার বছর অপেক্ষা করতেন।’

তিনি বলেন, ‘অবশ্যই আমরা নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই, আমরা মানুষের মতো প্রকাশ নিশ্চিত করতে চাই।’

 

 

সোমবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রায়’ অংশগ্রহণ করে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতির দলগুলোতে একটি চাঁদাবাজির অর্থনিতি গড়ে উঠেছে এবং এই চাঁদাবাজির অর্থনীতির ভেতরে দুঃখজনক হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীকে যুক্ত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে, এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি সেই সংগ্রাম আমরা ঘরের ভেতর থেকে শুরু করব। আমরা এই কারণে জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্তের আহ্বান জানিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর জামালপুরে কেউ স্বাধীনভাবে রাজনীতি করতে পারেননি। রাজনীতি এক গডফাদারের কাছে জিম্মি ছিল। আমরা সেই জিম্মিদশা থেকে জনগণকে মুক্ত করেছি। তাই আপনারা এনসিপির রাজনীতিকে সমর্থন দিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসবেন।’

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান, ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটোয়ারীসহ স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের তমালতলা থেকে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে (ফৌজদারি মোড়ে) গিয়ে শেষ হয়। পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয়, স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


News Writer

SB

সর্বাধিক পঠিত