বুধবার, 30 জুলাই 2025
MENU
daily-fulki

ব্যস্ত জীবনে মানসিক শান্তি চান?

ফুলকি ডেস্ক : আজকের দিনে আমাদের জীবনের গতিবেগ হয়েছে ফেরারি গাড়ির মতো। প্রতিদিন প্রতিমুহূর্তে ক্রমশ সবাই দৌড়ে চলেছি। তাই বলতে হবে, বর্তমানের ব্যস্ত জীবনে আমাদের জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গেছে। কাজের চাপ, ভুল খাদ্যাভ্যাস আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। এসব জিনিস আমাদের মানসিকভাবেও অসুস্থ করে তুলছে। আজকাল মানুষ ক্রমাগত মানসিক চাপ, বিষণ্ণতা এবং উদ্বেগের শিকার হচ্ছে। যার নেতিবাচক প্রভাব বিভিন্নভাবে দৃশ্যমান। তাই চিন্তা তো থাকবেই। তবে সেই চিন্তা যদি অতিরিক্ত ভাবনায় বদলে যায়, তাহলে তো মুশকিল।

 

বিশেষজ্ঞরা বলছেন, আমাদের খাদ্যাভ্যাস কেবল আমাদের শারীরিক স্বাস্থ্যের ওপরই নয়, আমাদের মানসিক স্বাস্থ্যের ওপরও সরাসরি প্রভাব ফেলে থাকে। এমন পরিস্থিতিতে মানসিক চাপ থেকে মুক্তি পেতে আপনার খাদ্যতালিকায় কিছু পরিবর্তন নিয়ে আসুন। তাহলে অতিরিক্ত ভাবনা থেকে মুক্তি পেতে অন্তর্ভুক্ত করতে পারেন কিছু খাবার।

চলুন জেনে নেওয়া যাক, অতিরিক্ত চাপ থেকে মুক্তি পাওয়া যায়—

ডার্ক চকলেট

বিশেষজ্ঞরা বলেছেন, ডার্ক চকলেট মেজাজ বৃদ্ধিকারী হিসেবে কাজ করে। এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ও ম্যাগনেসিয়াম শরীরে ভালো লাগার হরমোন সেরোটোনিন এবং এন্ডোরফিনের মাত্রা বাড়াতে কাজ করে, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে আপনার মেজাজও ভালো রাখবে।

বাদাম ও সূর্যমুখী বীজ

আপনার মানসিক চাপ কমাতে প্রতিদিনের খাদ্যতালিকায় বাদাম ও সূর্যমুখী বীজও রাখুন। কারণ সূর্যমুখী বীজ, কুমড়ার বীজ, বাদাম ও আখরোটে প্রচুর পরিমাণে জিঙ্ক, ম্যাগনেসিয়াম ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে।

ডিম

আপনি হয়তো প্রায়শই শুনে থাকবেন যে বিশেষজ্ঞরা শিশু ও প্রাপ্তবয়স্ক সবাইকে ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এটি আমাদের স্বাস্থ্যের জন্যও নানাভাবে উপকারী। তবে স্বাস্থ্যের উন্নতির সঙ্গে সঙ্গে এটি মেজাজও উন্নত করে। এটি আপনাকে ভেতর থেকে খুশি করবে। ডিমে ম্যাগনেসিয়াম ও অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, যা খুশির হরমোন বাড়াতে কাজ করে।

কফি

আপনার মানসিক চাপ কমাতে সহজ উপায় হলো কফি পান করা। এতে ক্যাফেইন থাকে, যা মস্তিষ্ককে সক্রিয় করে রাখে এবং তাৎক্ষণিকভাবে মেজাজ উন্নত করে। এ ছাড়া এটি ডোপামিন হরমোন বৃদ্ধি করে আনন্দের অনুভূতি দেয়।

দই

আপনার দইয়ের মধ্যেই লুকিয়ে আছে সুখের চাবিকাঠি। এতে উপস্থিত প্রোবায়োটিক লিভারকে সুস্থ রাখে। এটি আমাদের মানসিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে। এটি বিষণ্ণতা ও উদ্বেগ কমাতেও সাহায্য করে।

 

এ ছাড়া স্ট্রবেরি, ব্লুবেরির মতো বেরিও মানসিক চাপ কমাতে সাহায্য করে। এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা উদ্বেগের কারণে সৃষ্ট জারণ চাপ থেকে শরীরকে রক্ষা করে।


News Writer

SB

সর্বাধিক পঠিত