বুধবার, 30 জুলাই 2025
MENU
daily-fulki

নারী ফুটবলে অপেক্ষা করছে ব্যস্ত সূচি

ফুলকি ডেস্ক : এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করা মেয়েদের সামনে ব্যস্ত সূচি। ৬-১০ আগস্ট লাওসে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই। আফঈদাদের দেশ ছাড়ার কথা ২ আগস্ট।

 

লাওস থেকে দেশে ফেরার পর অনূর্ধ্ব-১৭ দল ২০-৩১ আগস্ট ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে খেলবে। অনূর্ধ্ব-২০ দলের কয়েকজন খেলবেন ওই দলে।

আপাতত সব দলেরই কোচ পিটার বাটলার। এশিয়ান অনূর্ধ্ব-১৭ বাছাই নিয়ে বাটলার বলেন, ‘আগস্টের ৬, ৮ ও ১০ তারিখে টানা তিনটি ম্যাচ আমাদের। মেয়েদের জন্য আরেকটা বড় পরীক্ষা। আমি আশাবাদী, পরিশ্রম করে ফল বের করে আনতে পারব।’

এ তো গেল বয়সভিত্তিক দলের সূচি। জাতীয় সিনিয়র দলের ব্যস্ততা আরও বেশি। গত ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রীতি ম্যাচ খেলার পর বিরতি দিয়ে মে থেকে নিয়মিত টুর্নামেন্ট হচ্ছে। ৩১ মে থেকে ৩ জুন জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ দল। ২৯ জুন থেকে ৫ জুলাই মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে গড়েছে ইতিহাস।

তাদের সামনে ২০২৬ সালে অস্ট্রেলিয়ার প্রস্তুতি, ফিফা প্রস্তুতি ম্যাচ। মাঝে ছয় দল নিয়ে ঘরোয়া লিগ হওয়ার কথা। ভুটানে লিগ খেলছেন ডজনখানেক খেলোয়াড়। ঋতুপর্ণা-আফঈদাদের ফুরসত নেই। বাটলারকে অন্তত আগামী বছরের মার্চ পর্যন্ত ব্যস্ত থাকতে হবে।


News Writer

SB

সর্বাধিক পঠিত