ফুলকি ডেক্স : নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটাই একটি মহলের আতঙ্কের মূল কারণ বলে মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপি নেতা মনির খান। তিনি বলেছেন, এই আশঙ্কা থেকেই একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিএনপি এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবে না।
সোমবার (২১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মনির খান।
মনির খান বলেন, ‘আমাদের ভবিষ্যৎ নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান এ দেশে প্রধানমন্ত্রী হবেন। এই ভয়ে তারা ব্যস্ত হয়ে গেছে কিভাবে নির্বাচনকে বানচাল করা যায়। বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটছে সেটি গত সরকারের বিদায়ে তাদের প্রতিষ্ঠিত করবার জন্য যে ছোটখাটো পিচ্চি পোলাপানকে দিয়ে যে দল গঠন করা হয়েছে, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে-ময়দানে তারা অরাজকতা সৃষ্টি করছে। যদি জনাব তারেক রহমান দুই দিন চুপ থাকেন, যদি শান্ত হতে না বলেন, আমি বিশ্বাস করি এই ফিডার খাওয়া এই পিচ্চি পোলাপানদের অবস্থা কোথায় যাবে আপনারা একবার ভেবে দেখুন।’
বিএনপি শান্তভাবে সব কিছু সামাল দিচ্ছে জানিয়ে মনির খান বলেন, ‘আমরা সঠিক নেতৃত্বে বিশ্বাসী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবারই বলেছেন শান্ত থাকো। কোনো প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়। যার কারণে আমরা শান্ত থেকে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির যেসব নেতৃবৃন্দ রয়েছেন তাদের মুখের দিকে তাকিয়ে সাধারণ কর্মীরা এখনো চুপ রয়েছে।’
রাজনৈতিক হুঁশিয়ারি দিয়ে মনির খান বলেন, ‘যা করছেন বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে। যা ঘটছে তা বাংলাদেশের জন্য ঠিক হচ্ছে না। যা করে বেড়াচ্ছেন তা কোনোভাবেই কাম্য নয়। আপনারা যদি ভেবে থাকেন আপনাদের এই কোটাভিত্তিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জন্য আপনাদের সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা বাস্তবায়ন করতে চান, সেটা বাংলাদেশের মানুষ কখনো বরদাশত করবে না।’
উল্লেখ্য, মনির খান শুধু সংগীতশিল্পী নন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তার সুরেলা কণ্ঠে। দেশের সংগীতে অবদানের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। রাজনীতিতে সক্রিয় মনির খান আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার আগ্রহও প্রকাশ করেছেন।